October 30, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Siliguri : প্রয়াত কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র পালের জন্মদিবস উদযাপন

শিলিগুড়ি , ১৯ জানুয়ারী : কৃষ্ণ চন্দ্র পাল স্মৃতি রক্ষা কমিটি ও ২৩ নম্বর ওর্য়াড নাগরিক বৃন্দের উদ্দ‍্যোগে পালিত হল প্রয়াত কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র পালের জন্মদিবস । ১৯ জানুয়ারি তার ৫৯ তম জন্মদিন | এই দিনটিকে স্বরণীয় করে রাখতে একাধিক কর্মসূচি গ্রহণ করে ২৩ নম্বর ওর্য়াডের নাগরিক বৃন্দ থেকে কৃষ্ণ চন্দ্র পাল স্মৃতি রক্ষা কমিটি ।

এদিন কৃষ্ণবাবুর মূর্তিতে মাল‍্যদান করে তাকে শ্রদ্ধা জানান , ডেপুটি মেয়র রঞ্জন সরকার , মানিক দে সহ ২৩ নম্বর ওর্য়াডের কাউন্সিলর লক্ষ্মী পাল , মদন ভট্টাচার্য্যএবং ওর্য়াডের নাগরিকরা । পরে সূর্যসেন প্রাথমিক স্কুলের শিশুদের আহার ও তুলে দেওয়া হয় ।

ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান , কৃষ্ণ পাল এখন অমর , এই অমর হয়ে ওঠার পেছনে কৃষ্ণদার নানান কর্মকাণ্ড লুকিয়ে রয়েছে । তার অসম্পূর্ণ কাজ পূরণে করার লক্ষ্যে তারা এগিয়ে চলেছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *