September 13, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Siliguri : প্রয়াত কৃষ্ণ চন্দ্র পালকে শ্রদ্ধায় স্মরণ

শিলিগুড়ি , ১৯ জানুয়ারী : প্রাক্তন পুরপিতা প্রয়াত কৃষ্ণ চন্দ্র পালের স্বপ্ন পুরনে ব্রতী বর্তমান কাউন্সিলর লক্ষ্মী পাল , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যরা | তার অভাব সকলে অনুভব করে আজ ও |


কৃষ্ণ চন্দ্র পাল স্মৃতি রক্ষা কমিটি ও ২৩ নম্বর ওর্য়াড কমিটির উদ্দ‍্যোগে আজ শ্রদ্ধার সঙ্গে কৃষ্ণ চন্দ্র পালের ৫৮ তম জন্মদিন পালিত করা হয় । আজ ২৩ নম্বর ওর্য়াডের সূর্যনগর খেলার মাঠের পাশে কৃষ্ণবাবুর মূর্তিতে মাল‍্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান হয় | এছাড়া বৃক্ষ রোপন ও প্রায় ৫০০ জন দরিদ্রকে দুপুরের আহারের ব্যবস্থা করা হয় ।

একগুচ্ছ নবাগত থেকে পুরোনো কাউন্সিল সকলের উপস্থিতিতে দিনটি উদযাপিত হয় । ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান , কৃষ্ণ বাবুর অভাব বোধ করেন তিনি ও । এছাড়াও কৃষ্ণবাবুর শিক্ষা ক্ষেত্রে যে নুতন চিন্তা ভাবনা এই প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেন তা বজায় রাখার চেষ্টা করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *