October 10, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Student : স্কুল বাসে ধাক্কা , গ্রেপ্তার চালক

শিলিগুড়ি , ১৯ জানুয়ারী : শিলিগুড়ির আশিঘর মোড়ে স্কুল বাসে ধাক্কা সিমেন্ট বোঝাই ট্রাকের । ঘটনায় জখম হল কয়েকজন স্কুল পড়ুয়া।

শুক্রবার দুপুরে একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছুটির পর পড়ুয়াদের নিয়ে ফিরছিল বাসটি । ইস্টার্ন বাইপাস আশিঘর মোড় হয়ে ঘোগোমালির দিকে যাওয়ার কথা ছিল বাসটির । সেইসময় এনজেপি’র দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক বাসে ধাক্কা মারে । সেই ধাক্কায় অল্পবিস্তর জখম হয় বাসের কয়েকজন পড়ুয়া । এরপরই তাদের অন্য বাসে বাড়িতে পাঠানো হয়।

আশিঘর ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই বাসের মালিক । ঘটনায় সিমেন্ট বোঝাই ট্রাকের চালককে আটক করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *