September 18, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Road : সংস্কার হওয়া একটি রাস্তার সূচনা করলেন মেয়র

শিলিগুড়ি , ২ জুন : শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডে সংস্কার হওয়া একটি রাস্তার সূচনা করলেন মেয়র গৌতম দেব |

ওই ওয়ার্ডে অবস্থিত গোপাল কেবল থেকে বসাক মুদি দোকান হয়ে কানন হাউজ পর্যন্ত এই রাস্তার সংস্কার করা হয় । শুক্রবার , ওই রাস্তার সূচনা করেন মেয়র । এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ প্রসাদ শা , বোরো চেয়ারপার্সন প্রীতিকনা বিশ্বাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *