December 4, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : নেশার সামগ্রী সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ৮ অগাষ্ট : খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে নেশার জন্য ব্যবহারকারী ওষুধ সহ গ্রেপ্তার এক । খড়িবাড়ির ভারত – নেপাল সীমান্তের পানিট্যাংকির গৌরসিং জোতের ঘটনা । ধৃত ব্যক্তির নাম উৎপল দাস (২৬) | সে গৌড়সিং জোতের বাসিন্দা ।

সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধৃত ব্যক্তির গোডাউনে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ব্যর্থ হয় উৎপল । এরপরে গোডাউন থেকে ৪১ টি কাফ সিরাপ ও প্রায় ভারতীয় ১ লক্ষ ২০ হাজার টাকা সহ নেপালি ৪ হাজার ৩০০ টাকা বাজেয়াপ্ত করা হয়।

অভিযুক্তকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় । প্রসঙ্গত উৎপল দাস এর আগেও মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয় । ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ । ধৃত উৎপল রানিগঞ্জ বিন্নাগুড়ি মন্ডল বিজেপির সহ সভাপতি দীলিপ মহন্তের ভাগ্না হিসেবে পরিচিত । ধৃত কে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *