শিলিগুড়ি , ৮ অগাষ্ট : মাদক পাচারের অভিযোগ উঠল এবার পুলিশ কনস্টেবলের । শুক্রবার অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ । তদন্তের স্বার্থে ধৃতকে ৯ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে । এই ঘটনার পুলিশ কর্তারা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
চলতি মাসের ১ তারিখ শহর শিলিগুড়ি লাগোয়া কাওয়াখালি এলাকা থেকে প্রায় দেড় কোটির মাদক সহ প্রায় পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে এনজেপি থানার পুলিশ। সেই ঘটনাতেই গত শুক্রবার এনজেপি থানার পুলিশের জালে ধরা পড়ে মুবারক আলি। পুলিশ সূত্রে জানা গেছে , অভিযুক্ত পুলিশ কনস্টেবল মুবারক আলির গাড়ি ছিল সেটি | মাদক পাচারের সময় সে গাড়িতে থাকলেও কোনওক্রমে পালিয়ে যায় সে । তবে শেষ রক্ষা হয়নি।
মুবারক আলি ফাঁসিদেওয়ার বাসিন্দা | অভিযুক্ত শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারের কর্মী। বর্তমান সময়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রিজন সেলের দায়িত্বে ছিল সে । অভিযোগ ধৃত জেল এবং প্রিজন সেলে মাদক সরবরাহ করত । সেক্ষেত্রে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ । সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ।