September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

University : বহিরাগতের হাতে নিগৃহীত বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের সদস্য , অভিযোগ

শিলিগুড়ি , ২১ ডিসেম্বর : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেমিনারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসার আগে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়াল । বহিরাগতদের হাতে আক্রান্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের এক সদস্য বলে অভিযোগ । অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নিগৃহীত যুবক ।

জমি হস্তান্তরের বিরোধিতায় লাগাতার আন্দোলন করে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের সদস্যরা । শিক্ষামন্ত্রী আসার কথা শুনে তারা তাদের দাবি শিক্ষামন্ত্রীর কাছে জানানোর জন্য মাইক লাগিয়ে প্রতিবাদ কর্মসূচিতে প্রস্তুতি নিচ্ছিল । অভিযোগ সে সময় বহিরাগত এক যুবক তাদের কাজে বাধা দেয় । এমনকি মঞ্চের এক সদস্যকে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ । এরই প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *