December 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Medical : হাসপাতালের কর্মী এবার ধর্ণায় , অভিযোগ থ্রেট কালচারে জড়িত কর্মচারীরা

শিলিগুড়ি , ৯ সেপ্টেম্বর : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র ও চিকিৎসকদের ওপর থ্রেট কালচারের পর এবার একই অভিযোগ উঠল মেডিকেল কলেজের কর্মচারীদের উপর। যা নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মী হেড ক্লার্ক উৎপল সরকার প্রিন্সিপাল অফিসের সামনে ধর্ণায় বসলেন ।

উৎপল সরকারের অভিযোগ , দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ৩ থেকে ৪ জন কর্মী বিভিন্নভাবে কর্মচারীদের থ্রেট এবং জুলুমবাজি করে আসছেন । সমস্ত ঘটনা নিয়ে বহুবার প্রিন্সিপাল কে লিখিতভাবে জানিয়েও তার কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ ।

এমনকি প্রিন্সিপালকে বারবার সমস্ত ঘটনা নিয়ে মেল করা হলেও তারও কোনো উত্তর দেননি তিনি বলে অভিযোগ । কর্মচারীদের অভিযোগ প্রিন্সিপাল এই সিন্ডিকেট রাজের সঙ্গে জড়িত | তাই এবার প্রিন্সিপালের পদত্যাগের দাবি এবং নিরপেক্ষ তদন্তর দাবিতে উৎপল বাবু ধর্ণায় বসলেন |

পাশাপাশি তিনি জানান , অবিলম্বে এই কর্মচারীদের উপর থ্রেট কালচার থেকে শুরু করে জুলুমবাজি করে বলপূর্বক চাঁদা আদায় বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে হুমকি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *