December 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দার্জিলিং

Accident : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সেনা জওয়ানের !

শিলিগুড়ি , ১৯ জানুয়ারী : শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সেনা জওয়ানের । মৃত সেনার নাম মেহেতা মনিশ | উত্তর পূর্ব ভারতে যাবার পথে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন সিগন্যাল এর জন্য অপেক্ষা করছিল উত্তর পূর্বগামী আর্মি কোচ । ঠিক সে সময় সেনা জওয়ানদের জন্য জল সংগ্রহ করতে গেলে এক সেনা জওয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন ।

পাশাপাশি ৪ থেকে ৫ জন সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর । প্রত্যক্ষদর্শীদের মতে সেনা কামরায় জলের ট্যাংকের জল ভরতে ওঠেন এক সেনা জওয়ান | ট্যাংকের উপর দাঁড়াতে গেলে হাইটেনশন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি । ঠিক সে সময় ৪ /৫ জন সেনা জওয়ান ট্যাংকার ধরে থাকায় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন । আহত সেনা জওয়ানদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এনজেপি রেলওয়ে হাসপাতালে । এখনও পর্যন্ত এ বিষয় নিয়ে সেনা ও রেলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *