September 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Siliguri : বাড়ি ফেরার পথে মৃত্যু দুই ভাইয়ের

শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারী : বন্ধুর জন্মদিন খেয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু দুই ভাইয়ের ।
সোমবার বিকালে দুই ভাই মিলে বন্ধুর বাড়িতে জন্মদিন খেতে যায় । সেখান থেকে বাড়ি ফেরার সময় রাত ১.৩০ নাগাদ ঝংকার মোড় ফ্লাইওভারে সজোরে ধাক্কা মারে তাদের বাইকটি ।সেখানেই এক যুবকের মৃত্যু হয় | ওপর যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন ।

মৃত দুই যুবক মামাতো ও পিসতুতো ভাই । মৃত দুই যুবকের নাম রাহুল বর্মন ও জয়ন্ত বর্মন | দু’জনেরই বয়স আনুমানিক ১৮ । শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিবেকানন্দ নগর এলাকার বাসিন্দা তারা । আজ মৃত দুই যুবকের ময়নাতদন্তের পর তাদের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *