October 5, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Train : ট্রেনের ধাক্কায় মৃত্যু

শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারী : বাজার করে আর বাড়ি ফেরা হল না শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম দাসের । ফুলেশ্বরীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম দাসের (৪৮)। বাড়িতে মা , বাবা , স্ত্রী ও এক ছেলে রয়েছে । ডাবগ্রামের সুর্যনগর মাঠের পাশে একটি দোকান করে সংসার চলত তাদের ।

জানা গিয়েছে , গতকাল সন্ধ্যে নাগাদ বাজার করতে গিয়েছিলেন ওই ব্যক্তি । তার একটি চোখে সমস্যা ছিল । ফুলেশ্বরীতে রেল গেট পার করার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন তিনি । তড়িঘড়ি তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে কর্তবরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় । ছেলে শুভম দাস জানান , সারাদিন বাড়িতে ছিলেন বাবা , সন্ধ্যে বেলায় ফুলেশ্বরীতে বাজার করতে গিয়েছিলেন তারপর এই দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *