October 11, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Panic : ডাম্পারের ধাক্কায় ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি

শিলিগুড়ি , ২২ ডিসেম্বর : ডাম্পারের ধাক্কায় ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি , আশঙ্কায় এলাকাবাসী |
ঘটনাটি মাটিগাড়া ব্লকের অন্তর্গত শিব মন্দির চৈতন্যপুর এলাকার । ওই জায়গায় একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে তার পাশ কাটিয়ে যেতেই সজোরে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে সেই ডাম্পারের | পাশে রয়েছে একটি স্কুল এবং অসংখ্য বাড়ি | এরজন্য বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কায় এলাকাবাসী ।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য সরস্বতী বর্মন জানান , দীর্ঘদিন ধরেই ডাম্পার এই রাস্তা দিয়ে চলাফেরা করে | তারফলে বহু সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীকে | এ বিষয় নিয়ে তিনি আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলেছেন । তবে আশ্বাস পেয়েছেন কিন্তু কোন কাজ হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *