Khabar Samay Bangla Blog ঘটনা Death : বান্ধবীর বাড়ি গিয়ে ঘুম থেকে উঠলো না কিশোরী !
ঘটনা

Death : বান্ধবীর বাড়ি গিয়ে ঘুম থেকে উঠলো না কিশোরী !

শিলিগুড়ি , ১৪ ফেব্রুয়ারী : মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়ি মেচবস্তি এলাকায় । বান্ধবীর বাড়িতে থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল অর্পিতা মন্ডল। গতকাল বিকেল পর্যন্ত ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করে তার বান্ধবী | শেষমেষ অর্পিতার মাকে ডেকে নকশালবাড়ি হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করে চিকিৎসক ওই কিশোরীকে | মায়ের সঙ্গে রাগারাগি হলে দু’দিন হল বান্ধবীর বাড়ি চলে এসেছিল সে | বান্ধবীর বাড়ি থেকেই পরীক্ষা দিচ্ছিল সে |

আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । মৃত ছাত্রীর নাম অর্পিতা মন্ডল , নকশালবাড়ির খালপাড়া এলাকার বাসিন্দা । মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ । অর্পিতা নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং হাতিঘিসার পরীক্ষাকেন্দ্র মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version