Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Student : স্কুল্ পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে কঠোর মনোভাব
উত্তরবঙ্গ ঘটনা

Student : স্কুল্ পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে কঠোর মনোভাব

শিলিগুড়ি , ২ ডিসেম্বর : স্কুল্ পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে এবার কড়া পদক্ষেপ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের । মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে শহরের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস , পুলকার নিয়ে বৈঠক করেন পুলিশ আধিকারিকরা ।

আর এই বৈঠক থেকে স্কুল বাস ও পুলকার নিয়ে স্কুল কর্তৃপক্ষকে একাধিক বিষয়ে সতর্ক করা হয় ।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ৫৩ টি স্কুলের ৭১৮ টি স্কুল বাস পরিষেবা দিয়ে থাকে । এছাড়াও রয়েছে পুলকার । দিনে অন্তত চারবার ওই স্কুল বাসগুলি শহরে পড়ুয়াদের বাড়ি থেকে স্কুল ও স্কুল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার পরিষেবা দিয়ে থাকে । আর যে কারণে মাঝে মধ্যেই শহরে রাজপথ কিংবা মূল সড়কের পাশাপাশি অলিগলিতে স্কুল বাসের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে ।

এদিনের বৈঠকে প্রত্যেক স্কুল বাসে জিপিএস , সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি চালক ও খালাসি নিয়োগ করার আগে তাদের পুলিশ ভেরিফিকেশন , কাউন্সিলিং ও শিশুদের সঙ্গে কী ধরণের ব্যবহার করা উচিৎ সেই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে বলে সতর্ক করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version