Khabar Samay Bangla Blog ঘটনা Bidhan Road : ফুটপাত দখল মুক্ত করতে ফের রাস্তায় পুলিশ
ঘটনা

Bidhan Road : ফুটপাত দখল মুক্ত করতে ফের রাস্তায় পুলিশ

শিলিগুড়ি , ২ ডিসেম্বর : শিলিগুড়ি পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আজ শিলিগুড়ির বিধান রোডে ফুটপাত এবং রাস্তা দখল মুক্ত করার অভিযান চলে ।
স্টেডিয়ামের ফোসিন গেটের সামনে থেকে শুরু হয় এই অভিযান ।


বিধান রোডের রাস্তা এবং ফুটপাত দখল করে থাকা দোকানিদের সমস্ত মালপত্র সরিয়ে দেওয়া হয় ট্রাফিক অধিকারিকদের তরফ থেকে ।
ব্যবসায়ীদেরকে ট্রাফিক পুলিশের তরফ থেকে সতর্কীকরণ করা হয় আগামীকাল থেকে রাস্তা এবং ফুটপাত পরিষ্কার না থাকলে সমস্ত মালপত্র তুলে নেওয়া হবে ।


শিলিগুড়ি ট্রাফিক পুলিশের অভিযান দেখে ব্যবসায়ীরা রাস্তা এবং ফুটপাত থেকে তাদের মালপত্র সরিয়ে নেন । তবে ফুটপাত এবং রাস্তার উপরে এবং পার্কিং প্লেস এর উপরে তৈরি স্থায়ী দোকানগুলি উচ্ছেদ করতে সক্ষম হয়নি ট্রাফিক পুলিশ ।

শিলিগুড়ি পুরনিগম এবং ট্রাফিক পুলিশ মাঝে মাঝেই এমন অভিযান চালায় , কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসায়ীরা ।
আজকের এই অভিযানের পর এটাই দেখার সত্যিই কি ফুটপাত দখলমুক্ত হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version