Khabar Samay Bangla Blog ঘটনা Police : রহস্যজনকভাবে মৃত্যু এক যুবকের !
ঘটনা

Police : রহস্যজনকভাবে মৃত্যু এক যুবকের !

শিলিগুড়ি , ২ ডিসেম্বর : শিলিগুড়িতে রহস্যজনক মৃত্যু এক যুবকের । মৃত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩০)।
মৃত যুবকের বাড়ি শিলিগুড়ির ডাঙ্গীপাড়া এলাকায়।


গতকাল রাত একটা নাগাদ ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফ্লাইওভারের কাছ থেকে । শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর টহলদারি ভ্যানের নজরে পড়ে তার দেহ ।


এরপর দ্রুত রাস্তার ওপর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে । তার কাছে থাকা উদ্ধার হওয়া মোবাইল এবং বিভিন্ন নথি দেখে তার পরিবারকে খবর দেয় শিলিগুড়ি থানার পুলিশ । খবর পেয়ে শিলিগুড়ি থানায় আসে তার আত্মীয়-স্বজন পরিবারের লোকজন এবং এলাকার বাসিন্দারা ।


গতকাল একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সাদ্দাম । রাত বারোটা নাগাদ ওই বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন ।
সেই সময় কিভাবে এই ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন ।

সাদ্দাম হোসেনের একটি ছোট সন্তান রয়েছে । মৃতদেহ উদ্ধারের ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । অপরদিকে গতকাল রাত থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গেই ছিল সাদ্দাম হোসেনের দেহ ।

আজ দুপুরে সাদ্দাম হোসেনের দেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য । তার আত্মীয় পরিজন এবং এলাকাবাসীদের বক্তব্য সে পুরোপুরি সুস্থ ছিল এই মৃত্যু রহস্যজনক ।
ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version