India : বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে , গ্রেপ্তার সাত
শিলিগুড়ি , ২৪ এপ্রিল : বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় । কিন্তু অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার সাত ।বাংলাদেশ চলা অশান্তির কারণে নিজের পরিবার পরিজনদের বাঁচাতে কাঁটাতারের বেড়া টোপকে ভারতে ঢুকেছিল সাতজন । দু’মাস আগে , বাংলাদেশের পশ্চিম ফতেপুর থেকে শিলিগুড়িতে ঢুকেছিল এই সাতজন । ধৃতদের নাম যতীনচন্দ্র রায় , বাউলো রানি , বালু চন্দ্র রায়, […]