শিলিগুড়ি , ১৪ ফেব্রুয়ারী : দু’দিনের উত্তরবঙ্গ সফরে প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ির পূর্ত দপ্তরের বাংলোতে পৌঁছান তিনি ৷ তারপর দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের টাউন ব্লকের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন ।
শনিবার ইসলামপুরে দলীয় সভায় যোগ দেবেন তিনি ।
চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , “রবিবার কী পরীক্ষার আওতার বাইরে, সেটা আমি জানি না । সেটা আদালত যা বিবেচনা করেছে তাই দিয়েছে। আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা নিয়ে তার এই মন্তব্য | তবে এসবে কিছু হবে না । মুখ্যমন্ত্রী মানুষের জন্য যা করেছেন তা কেউ পারবে না । এই সরকার মুখে বলে না | কাজে করে দেখায় | তাই তিনবার মানুষ আস্থা রেখেছে । চতুর্থবারও রাখবে।”