শিলিগুড়ি , ১৫ ফেব্রুয়ারী : এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র এক বছরের জন্য রয়েছেন , তাই চা বাগান নিয়ে তিনি কি সিদ্ধান্ত নিলেন সেটি বড় কথা নয় । চা বাগানের জমির মালিক মমতা বন্দ্যোপাধ্যায় নন | দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ।
বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান চা বাগানের জমির ৩০ শতাংশ বহুজাতিক সংস্থার হাতে । বাণিজ্যিক উদ্দেশ্যে তুলে দেওয়ার কথা তিনি যে ঘোষণা করেছেন । তার বিরোধিতা করেন তিনি ।
তিনি জানান একসময় চা বাগানের জমির মালিক ইংরেজরা ছিলেন । তারা চলে যাওয়ার পর ভারতীয়দের হাতে কেন্দ্র সরকার জমির লিজ দিয়েছে মাত্র । জমির মালিক মমতা বন্দ্যোপাধ্যায় নন , যে তিনি ইচ্ছে মতো ৩০-শতাংশ কিংবা ১০-শতাংশ অন্যের হাতে তুলে দেবেন ।
তিনি জানান শ্রমিকদের জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুই করেননি । ৩০ শতাংশের বলি যদি শ্রমিকরা হন , তাহলে আগামী দিনে পথে নেমে আন্দোলন হবে বলে হুমকি দেন তিনি। জানান এর জন্য দায়ী থাকবে একমাত্র এ রাজ্যের মুখ্যমন্ত্রী ।