শিলিগুড়ি , ২৮ নভেম্বর : নতুন রূপে সেজে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন । আজ দুপুরে এনজেপি স্টেশন পরিদর্শনে এলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা । স্টেশনের নানা কাজ পরিদর্শন করেন তিনি , কথা বলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিআরএম সহ রেল আধিকারিকদের সঙ্গে ।
স্টেশনের কাজকর্ম খতিয়ে দেখে সাংসদ জানান , ইতিমধ্যেই প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে । যাত্রীদের চলাচলের সুবিধা , আধুনিক সুযোগ সুবিধার পরিকাঠামো এবং স্টেশনের সামগ্রিক উন্নয়ন সবই চলছে নির্দিষ্ট গতিতে । রাজু বিস্তা দাবি করেন , ২০২৬ সালের মার্চের মধ্যেই যাত্রী সুবিধার মূল পরিকাঠামো প্রস্তুত হয়ে যাবে ।
তবে পুরো প্রকল্পের একটি উল্লেখযোগ্য অংশ—নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ ২০২৬ সালের মার্চের মধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা । মোট ৪৭৫ কোটি টাকার এই বিশাল প্রকল্প শেষ হলে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই স্টেশন আন্তর্জাতিক মানের রূপ পাবে বলে মত রেল কর্তৃপক্ষের ।
এদিন সাংসদ আরও জানান, এনজেপিতে এবার ডিএইচআর-এর (দার্জিলিং হিমালয়ান রেলওয়ে) জন্য আলাদা একটি আধুনিক ভবন তৈরি করা হচ্ছে , যা দার্জিলিং পর্যটনের ক্ষেত্রেও বড় ভূমিকা নেবে।
পরিদর্শনের সময় দিয়েই তিনি রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেন স্টেশনের আশপাশের ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কার করার জন্য। রেল আধিকারিকরা তাকে আশ্বাস দেন রাস্তা মেরামতির কাজ অবিলম্বে শুরু করা হবে যাতে সাধারণ মানুষের অসুবিধা কমে ।
এই দিনের কর্মসূচিতে সহযোগিতা করার জন্য রাজু বিস্তা ধন্যবাদ জানান সমস্ত সরকারি আধিকারিক , জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনকে । তিনি বলেন , “এত বড় প্রকল্প সফল করতে সকলের সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত জরুরী । নাগরিকদের সুবিধাই আমাদের প্রথম লক্ষ্য।”
নবীকরণের পথে এগোচ্ছে উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন , আর সেই যাত্রাকে আরও গতিশীল করতেই আজকের এই পরিদর্শন বলে জানালেন সাংসদ।
