Khabar Samay Bangla Blog ঘটনা Death : যুবকের অস্বাভাবিক মৃত্যু
ঘটনা

Death : যুবকের অস্বাভাবিক মৃত্যু

শিলিগুড়ি , ১৮ ডিসেম্বর : যুবকের অস্বাভাবিক মৃত্যু | নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ | মৃত যুবকের নাম রজত পোদ্দার | ৩৬ নম্বর ওর্য়াডের শান্তিনগরের বাসিন্দা |

রজত পোদ্দার দাদা নিলাদ্রী পোদ্দার ও বৃদ্ধা মাকে নিয়ে শান্তিনগরের বাড়িতে থাকতেন । গতকাল রাতে নিজের বাড়িতে গলায় গামছা জড়িয়ে সিলিং এ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রজত পোদ্দার (২৭) এমনটাই পরিবারের দাবি । লটারি কাটার পাশাপাশি নেশায় আসক্ত থাকতেন সে এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে ।

গতকালকেও প্রতিদিনের মতন নেশায় আশক্ত অবস্থায় সে বাড়িতে আসে বলে পরিবার সূত্রে জানা গেছে । তার দাদার বক্তব‍্য গতকাল লটারিতে এক নম্বরের জন‍্য প্রথম পুরস্কার পায়নি সে | নেশাগ্রস্ত অবস্থায় এই কান্ড ঘটিয়েছে বলে পরিবারের দাবি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version