শিলিগুড়ি , ১৭ ডিসেম্বর : আগামী ২০ ডিসেম্বর আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে সিবিআইয়ের দপ্তর অভিযানের ডাক দিল The night is ours শিলিগুড়ি এবং citizen for justice।
মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। এদিন সংগঠনের তরফে লুতাকা খাতুন বলেন , আরজিকরের ঘটনায় প্রথম থেকে রাজ্য সরকার এবং প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে । এরই বিরুদ্ধে তাদের এই অভিযান ।