আলিপুরদুয়ার , ১৮ ডিসেম্বর : প্রকাশ্যে দুই রাউন্ড গুলি চলল আলিপুরদুয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় । মৃত্যু হয়েছে এক বৃদ্ধার | আহত হয়েছে এক কিশোর । অভিযুক্তকে ধরে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা । গণধোলাই এর জেরে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি অভিযুক্ত ।
মঙ্গলবার রাত আটটা নাগাদ শহরের ১০ নং ওয়ার্ডের হাসপাতাল সংলগ্ন যৌনপল্লি এলাকায় কৌশল্যা মাহাতো নামে এক পানের দোকানের বয়স্ক মহিলাকে গুলি করে এক অচেনা ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার । স্থানীয় লোকজন অভিযুক্ত কে ধরতে গেলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত । জনতার হাত থেকে বাঁচতে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে ফের একবার গুলি ছোঁড়ে অভিযুক্ত । দ্বিতীয়বারের গুলিতেই আহত হয় বিশ্বরবি দাস নামে বছর ১৫ এর কিশোর ।
পায়ে গুলি লাগে ওই কিশোর । এরপরই অভিযুক্ত পালিয়ে যাবার চেষ্টা করলে , এলাকার লোকজন ধরে ফেলে গণধোলাই দেয় অভিযুক্তকে ।
আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্ত বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি । খবর পেয়ে এসডিপিও শ্রীনিবাস এমপি সহ বিশাল পুলিশ বাহিনী শহরের জেলা হাসপাতাল এলাকায় আসেন । পুলিশ তদন্ত শুরু করেছে । কেন আচমকাই এমন গুলিকান্ড হল , এখনও পর্যন্ত তা পরিস্কার হয়নি ।