Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ North : উত্তরের জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা সভা
উত্তরবঙ্গ ঘটনা জীবনধারা

North : উত্তরের জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা সভা

শিলিগুড়ি , ১৮ ডিসেম্বর : উত্তরে ক্রমশ পরিবর্তন হয়েছে জলবায়ুর | যার প্রভাব আগামীতে পড়বে আমাদের পরিবেশের ওপর | শিলিগুড়ির বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগার হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে অপটিক শিলিগুড়ির তরফে । মূল স্লোগান ছিল ‘উত্তরে জলবায়ু পরিবর্তনের প্রভাব’।

এদিন এই আলোচনা সভায় বিশেষ বক্তা রূপে উপস্থিত ছিলেন অসমের বিশিষ্ট নেচার বেকন সৌম্যদীপ দত্ত , কোচবিহারের ন্যাস গ্রুপ থেকে অরূপ গুহ ও শিলিগুড়ির মৎস্য গবেষক বিমল চন্দ্র সহ অন্যান্য বিশিষ্টরা।

অনুষ্ঠানের শুরুতে সকলকে সম্মানিত করা হয় অপটিক সংগঠনের তরফে | পরে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version