শিলিগুড়ি , ৬ ফেব্রুয়ারী : মাটিগাড়া এলাকায় ফাঁকা জমিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে মাটিগাড়ার ভাঙ্গাপুল এলাকায় একটি ফাঁকা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । কয়েক মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে । সেখানে থাকা শুকনো ঘাস পাতা ও গাছে আগুন জ্বলতে থাকে দীর্ঘক্ষণ ।
আশেপাশে ঘনবসতি এলাকা থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় । মাটিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ । দীর্ঘক্ষণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । তবে কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।