Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Bus : পর্যটকদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থা
উত্তরবঙ্গ ঘটনা

Bus : পর্যটকদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থা

শিলিগুড়ি , ৬ অক্টোবর : পাহাড়ে ধসে বিপাকে পড়া পর্যটকদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থা করল এনবিএসটিসি । ঘুরপথে নামতে গিয়ে নানান ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে ফিরলেন পর্যটকরা।

এনবিএসটিসি রবিবার ১৫ টি স্পেশাল বাস চালিয়েছে রাত ৩টা অবধি । তারপর সোমবার সকাল থেকে আবারও স্পেশাল বাস দেওয়া হয় ৷ তবে রাতে প্রায় ৪০০ পর্যটক আসবেন তার জন্য বাসের ব্যবস্থা করে রাখা হয়েছে বলে জানালেন ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version