Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ NBSTC : পর্যটকরা পৌঁছাল গন্তব্যে
উত্তরবঙ্গ ঘটনা

NBSTC : পর্যটকরা পৌঁছাল গন্তব্যে

শিলিগুড়ি , ৯ অক্টোবর : পর্যটকদের জন্য এনবিএসটিসি এর ৪০ টি বাস , ১৮০০ যাত্রীকে পৌঁছে দেওয়া হলো তাদের গন্তব্যে |

গত ৪ অক্টোবরের প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি । ধস ও বন্যা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি ও সড়কপথ । এতে বিপাকে পড়েন বিপুল সংখ্যক পর্যটক যারা পাহাড় ও ডুয়ার্সের বিভিন্ন স্থানে আটকে পড়েছিলেন।

এই অবস্থায় দ্রুত ব্যবস্থা নেয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা । পাহাড় ও ডুয়ার্সে আটকে থাকা পর্যটকদের গন্তব্যে পৌঁছে দিতে ৫, ৬ ও ৭ অক্টোবর—এই তিন দিনে মোট ৪০টি বাস চালানো হয় ।

সরকারি নির্ধারিত ভাড়ায় প্রায় ১৮০০ যাত্রীকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান এনবিএসটিসি এর চেয়ারম্যান পার্থ প্রতীম রায় । তিনি আরও জানান , বিপর্যয়ের কারণে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে পরিবহণ পরিষেবা কিছুটা বিঘ্নিত হলেও ধীরে ধীরে তা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version