শিলিগুড়ি , ১ মার্চ : ফের বড় সাফল্য কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের । পাচারের আগে লক্ষাধিক টাকার সোনা সহ গ্রেপ্তার ২ ।
জানা গিয়েছে গতকাল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর আসে দু’জন ব্যক্তি সোনা নিয়ে পাচারের উদ্দেশ্য কোচবিহার দিনহাটা থেকে উড়িষ্যা কটক যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে | খবর অনুযায়ী নিউ জলপাইগুড়ি স্টেশনে সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে সোনা সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা ।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ১ কিলো ১৬৫ গ্রাম সোনা । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লক্ষ ৯৮ হাজার ৭২৫ টাকা । ধৃতদের নাম শেখ আকবর আলী ও জাকির হোসেন। আজ ধৃতদের কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় এবং এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা ।