December 12, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার , গ্রেপ্তার চালক ও কন্ডাক্টর

শিলিগুড়ি , ২২ মার্চ : শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকা থেকে ১০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল বিধাননগর থানার পুলিশ |

শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ । সেখানে একটি যাত্রীবাহী সরকারি বাসকে আটক করে তল্লাশি করতেই উদ্ধার হয় গাঁজা । তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

বিধাননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে যাত্রীবাহী সরকার বাস থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে । যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা । এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি । উদ্ধার হাওয়া গাঁজা কোচবিহার জেলার দিনহাটা থেকে মালদায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ।

ইতিমধ্যে বাসের চালক ও কন্ডাক্টরকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে । ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *