December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : নেশার সামগ্রী সহ গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ৫ নভেম্বর : ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ গ্রেপ্তার ২ । ধৃতরা হল চন্দন বর্মন ও উৎপল দাস । ধৃতরা গৌড় সিং জোত ও উত্তর রামধন জোতের বাসিন্দা ।

সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি সংলগ্ন গৌরসিং জোতে চন্দন বর্মনের বাড়িতে হানা দেয় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ৩ গ্ৰাম ব্রাউন সুগার ও ১ লক্ষ ৭৪ হাজার ১৮০ টাকা উদ্ধার করে পুলিশ ।

কোথা থেকে এই টাকা এল তার সঠিক তথ্য চন্দন বর্মন দেখাতে পারেনি বলে গ্ৰেপ্তার করে পুলিশ তাকে । ধৃতকে জেরা করে অন্য অভিযুক্ত উৎপল দাস এর কথা জানতে পারে পুলিশ | পড়ে তাকেও গ্ৰেপ্তার করে পুলিশ । ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ধৃতরা এর আগেও মাদক সহ গ্রেপ্তার হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *