October 11, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police Case : চুরির তদন্তে নেমে উদ্ধার টোটো , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ১৩ মে : বিয়েবাড়ি থেকেই চুরি যায় গত বৃহস্পতিবার একটি টোটো । তদন্তে নেমে এক দিনের মধ্যেই চুরি যাওয়া টোটো উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।

বৃহস্পতিবার সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ট্যাংনাপাড়া গ্রামের বাসিন্দা মনজুর আলী তার নিজস্ব টোটো তে করে পরিবারের সদস্যদের নিয়ে ফুলবাড়ী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ী সংলগ্ন জোটিয়াকালী , বানিয়াপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রন খেতে এসেছিলেন । সেখান থেকেই তার টোটো চুরি হয়ে যায় ।


শুক্রবার নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টোটো উদ্ধার করতে সক্ষম হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা হল মহম্মদ নাজির ও মহম্মদ শাহিদ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *