Khabar Samay Bangla Blog অপরাধ Theft : কুড়ানি সেজে লাগাতার চুরি , অবশেষে পুলিশের জালে দুই মহিলা
অপরাধ

Theft : কুড়ানি সেজে লাগাতার চুরি , অবশেষে পুলিশের জালে দুই মহিলা

শিলিগুড়ি , ২১ এপ্রিল : কুড়ানি সেজে লাগাতার চুরি । তদন্তে নেমে অবশেষে পর্দা ফাঁস করল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্ত মহিলাকে ।

ধৃতদের নাম রিঙ্কি দেবী এবং উষা দেবী । দু’জনেরই বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ১নং ওয়ার্ডের কুলিপাড়ার রাজেন্দ্র নগর এলাকায় । গত কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল প্রধান নগর পুলিশের কাছে । একের পর এক চুরির ঘটনা ঘটছে ।

গত ১৩ এপ্রিল প্রধান নগর থানার অন্তর্গত একটি ইলেকট্রনিক্সের দোকানে চুরির ঘটনা ঘটে । রাতের অন্ধকারে টিনের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে চোর । তারপর দোকান থেকে নগদ টাকা সহ প্রায় দেড় থেকে দু’লাখ টাকার জিনিস নিয়ে চম্পট দেয় । দোকান মালিক ওম প্রকাশ গুপ্তা অভিযোগ দায়ের করেন প্রধান নগর থানায় । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কয়েকদিনের মধ্যেই চুরির কিনারা করল পুলিশ ।

চুরির ঘটনায় দুই কুড়ানি মহিলাকে গ্রেপ্তার করা হয় । তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া অর্ধেক জিনিস উদ্ধার করতে পেরেছে পুলিশ । বাকি জিনিসের খোঁজের পাশাপাশি এরকম চুরির ঘটনা আর কোথায় কোথায় ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ ।

আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে , কুড়ানি সেজে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এভাবেই চুরির ঘটনা ঘটানো হয়েছে । শিলিগুড়িবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শিলিগুড়ি পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version