শিলিগুড়ি , ৬ জুন : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল মদ , নকল মদ তৈরির সরঞ্জাম সহ দু’জনকে গ্রেপ্তার করল আবগারি দপ্তর । বুধবার শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর । সেখানে একটি গুদামে চলছিল ওই নকল মদের কারবার।
অভিযান চালিয়ে উদ্ধার হয় ১২ লক্ষ ৩৫ হাজার টাকার মদ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি ও স্কুটি । ঘটনায় দু’জনকে ওই কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা হল , কৃষ্ণ প্রসাদ ও বরুন কুমার । বরুন কুমারের বাড়ি বিহারে এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা । ধৃতদের মধ্যে বরুন কর্মী এবং কৃষ্ণ বাড়ির মালিক বলে জানা গিয়েছে ।
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে , অভিযানে উদ্ধার হয়েছে ১২৫ লিটার জাল বিদেশি স্পিরিট , ৩৫ লিটার সিকিম থেকে পাচার করে আনা মদ , প্রায় ৭০০ টির বিদেশি সংস্থার দামি কাঁচের বোতল সহ প্লাস্টিকের বোতল , লেবেল সহ অন্যান্য সামগ্রী ।