September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Raid : মদের কারখানায় হানা আবগারি দপ্তরের

শিলিগুড়ি , ২৫ মে : অবৈধ মদের কারখানায় হানা আবগারি দপ্তরের । উদ্ধার বিপুল পরিমাণ মদ । ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকার ।

জলপাইগুড়ি সদর আবগারি দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে । রামশাই গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘি এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালান তারা। অভিযানে বিপুল পরিমাণ বিদেশী অবৈধ মদের বোতল উদ্ধার হয় । উদ্ধার হয় মদ তৈরির উপকরণও। মদ সহ মদ তৈরির উপকরণ সমস্ত বাজেয়াপ্ত করে আবগারি দপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *