December 4, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

NJP Police : লক্ষাধিক টাকার মাছ ধরার ছিপ উদ্ধার , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ৮ জুন : ফুলবাড়ীর একটি দোকান থেকে চুরি যায় প্রায় লক্ষাধিক টাকার মাছ ধরার ছিপ ।
চুরির পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক । অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

গত ২ জুন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী টোলগেট এলাকার একটি মাছ ধরার সামগ্রীর দোকান থেকে চুরি যায় প্রায় লক্ষাধিক টাকার মাছ ধরার ছিপ।
গত ৭ জুন নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক বিপ্লব মণ্ডল।

এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । নিউ জলপাইগুড়ি থানার পলিশ তদন্তে নেমে এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করে । ধৃতরা হল ফুলবাড়ীর পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা মহম্মদ মইনুদ্দিন খান এবং শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বিরাজ বর্মন । এদেরকে জিজ্ঞাসাবাদ করে ফুলবাড়ীর মইনুদ্দিন খানের বাড়ি থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *