September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Border : ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে উদ্ধার একাধিক গরু

শিলিগুড়ি , ৭ জুন : ভারত নেপাল সীমান্ত তারাবাড়ি এলাকা থেকে উদ্ধার হল ৬টি গরু । যদিও এই ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি |

পুলিশ সূত্রে জানা গিয়েছে , বুধবার নকশালবাড়ি ব্লকের বড়মনিরাম জোতের তারাবাড়ি এলাকায় টহলদারির সময় গরুগুলি উদ্ধার করে এসএসবি জওয়ানরা । যদিও পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবর । এদিকে উদ্ধার হওয়া গরুগুলিকে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় SSB ।

উদ্ধার হওয়া গরুগুলিকে নকশালবাড়ির খোয়ারে পাঠানো হয়েছে । তবে গরু গুলিকে কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *