October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ

Temple : মন্দিরে চুরির কিনারা , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ২৮ মার্চ : সম্প্রতি খোলাচাঁদ ফাপরির লোকনাথ মন্দিরে চুরি হয় । এ ব্যাপারে লিখিত অভিযোগ জমা পড়ে | চোর মন্দিরের সিসি ক্যামেরার তার কেটে ক্যাশ বাক্স সহ প্রণামী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা । এই ব্যাপারে ভক্তিনগর থানায় গতকাল একটি মামলা দায়ের করা হয় ।

ঘটনার তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে | তাদের পুলিশ জেরা করলে তারা স্বীকার করে চুরি করেছে । ধৃতদের নাম বাপি মাহাতো এবং রাজেশ রায় । দু’জনের কাছ থেকে লোকনাথ মন্দিরের দানবাক্স এবং নগদ ৮০০ টাকা উদ্ধার করেছে পুলিশ | দু’জনকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *