December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা

Siliguri : ফুটবল সম্রাটকে শ্রদ্ধা জ্ঞাপন

শিলিগুড়ি , ৩০ ডিসেম্বর : প্রয়াত হলেন ফুটবল সম্রাট পেলে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ । তার প্রয়াণে শোকাহত ক্রীড়ামহল । শুক্রবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ ।

শুক্রবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে পেলের ছবিতে মাল্যদান করে , মোমবাতি জ্বালিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সদস্যরা। এদিন পেলের স্মৃতিতে এক মিনিটের নীরবতা পালন করা হয় | পরে পেলের জীবনী ও ফুটবল জগতে তার অবদান নিয়ে আলোচনা করা হয় ।

এদিন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ফুটবল সম্পাদক সৌরভ ভট্টাচার্য বলেন , ফুটবলের সম্রাট পেলের মৃত্যুতে শোকাহত ক্রীড়া মহল । বিশেষত যারা ফুটবলপ্রেমী তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক খবর এটি । এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ বর্মা, নান্টু পাল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *