October 11, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

Ward : তৃণমূল সমতল টাউন ব্লক-২ নতুন কমিটির নাম ঘোষণা

শিলিগুড়ি , ১৭ এপ্রিল : শিলিগুড়ি পুরনিগমের ১৩ নম্বর ওর্য়াড কার্যালয়ে এক আলোচনার মধ্য দিয়ে দার্জিলিং জেলা তৃণমূল সমতল টাউন ব্লক-২ এর সভাপতি মানিক দে নাম ঘোষণা করলেন নতুন কমিটির | উপস্থিত ছিলেন , রাজ‍্য কমিটির সম্পাদক প্রতুল চক্রবর্তী ও অন‍্যান‍্য সদস‍্যরা।

মানিকবাবু জানান , গতকাল তার কাছে টাউন ব্লক ২ এর ফাইনাল তালিকা আসে | তা আজ প্রকাশিত করবার নির্দেশ আসে । সেই মতে আজ ৮ জন সম্পাদক ও ৫ জন সহ সভাপতি সহ বাকি সদস‍্যদের নাম ঘোষণা করা হল ।

দলের নির্দেশ মত এবং সংগঠনকে মজবুত করতে ঝাঁপিয়ে পরে কাজ করবে এই টাউন ব্লক-২ এর সকল সদস‍্যরা । এত দিন তার পক্ষে একা কাজ করতে অসুবিধা হচ্ছিল ।এখন পূর্ণাঙ্গ দল পাওয়ায় কাজ করতে সুবিধা হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *