September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Tree : মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা গাছ লাগালেন

শিলিগুড়ি , ৫ জুন : পরিবেশ রক্ষায় বিশিষ্টদের পাশাপাশি রাস্তায় নামল এস এফ রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন । সংগঠনের ব‍্যবসায়ীরা শহরের একাধিক স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন ।

এস এফ রোড মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অসিতবরণ মৈত্র , শহরের বিশিষ্ট ব‍্যবসায়ীরা ছাড়াও ন্যাফের তরফ থেকে শংকর মজুমদার জলপাইমোড় সংলগ্ন রাস্তার ধারে গাছ লাগান । এই কর্মসূচির অঙ্গ হিসেবে বাবুপাড়া অঞলেও এই গাছ লাগানোর প্রক্রিয়া চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *