September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Matigara Thana : মাদক দ্রব্য বাজেয়াপ্ত , মহিলা সহ গ্রেপ্তার ৩

শিলিগুড়ি , ৩০ মার্চ : গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিগাড়া থানা অন্তর্গত মায়াদেবী ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ ।

গতকাল রাতে মায়াদেবী ক্লাব সংলগ্ন এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় | তাদের কাছ থেকে ৩০১ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় । তার মধ্যে দু’জন পুরুষ এবং একজন মহিলা । ধৃতরা হল মহম্মদ সারফারাজ , দীপ্তি বর্মন ও শ্যাম হাজদা ।

গতকাল তারা যে গাড়িতে ছিলেন সেই গাড়ির চালক শ্যাম । সারফারাজ ও দীপ্তি মাটিগাড়া থানা এলাকার মায়াদেবী ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত । ধৃত তিন জনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *