September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police Raid : অবৈধ কল সেন্টারে অভিযান , গ্রেপ্তার ৩

শিলিগুড়ি , ১১ অগাষ্ট : শিলিগুড়ির মাটিগাড়ার ওয়েবেল আইটি পার্কে অবৈধ কল সেন্টারে বিশেষ অভিযান মাটিগাড়া থানার পুলিশ ও SOG এর। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ । ধৃত তিনজনের নাম দেবাশিস রায় ,অংশুমান সিং ও বিশাল সিং।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মাটিগাড়ার ওয়েবেল আইটি পার্কে দীর্ঘদিন ধরে অবৈধ কল সেন্টারের অভিযোগ পাচ্ছিল পুলিশ । সেই মতো বৃহস্পতিবার দুপুরে ওই কল সেন্টারে আচমকাই হানা দেয় পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা স্থল থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে এই কল সেন্টার থেকে প্রচুর মানুষকে ফোন করে প্রতারিত করা হত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *