October 11, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Temple : ফের চুরি বৈকুন্ঠপুর বড়ফাফরি লোকনাথ মন্দিরে

শিলিগুড়ি , ২৬ মার্চ : ফের চুরির ঘটনা ঘটল বৈকুন্ঠপুর বড়ফাফরি লোকনাথ মন্দিরে । পরপর চার বার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এই জঙ্গল বেষ্টিত লোকনাথ মন্দিরে ।

গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটায় দুস্কৃতীরা । মন্দির সূত্রে জানা গেছে সিসি ক্যামেরার কানেকশন কেটে , মন্দিরের গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা | এরপর মন্দিরে তালা ভেঙ্গে দান বাক্স নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা ।

মূলত দানবাক্সে একমাসের জমানো টাকা ছিল বলে জানা গেছে মন্দির সূত্রে । স্থানীয়রা জানান , এই প্রথম নয় , এর আগেও তিন বার চুরির ঘটনা ঘটিয়েছে দুস্কৃতীরা । প্রশাসনের দ্বারস্থ হয়েও আজও চুরির কিনারা করতে ব্যার্থ হয়েছে পুলিশ প্রশাসন । তাদের নির্দেশ মতো সিসি ক্যামেরা লাগিয়েও চুরি বন্ধ করা সম্ভব হয়নি । অবিলম্বে প্রকৃত দোষিদের শাস্তির দাবি জানান তারা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *