শিলিগুড়ি , ৩০ জুলাই : শিলিগুড়ির ভেনাস মোড়ে সোনার দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার এক , আজ তাকে তোলা হয় আদালতে |
শিলিগুড়ির ভেনাস মোড়ে অবস্থিত একটি সোনার দোকানে চুরির ঘটনায় শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লী এলাকা থেকে এক জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ ।
গত ২৫ জুলাই শিলিগুড়ির ভেনাস মোড়ের একটি সোনার দোকান থেকে সোনার চেন নিয়ে চম্পট দেয় এক ব্যক্তি । তবে সেদিনই পুলিশের হাতে ধরা পড়ে যায় প্রিয়াঙ্কা শর্মা মল্লিক নামে এক মহিলা । ধৃত ব্যক্তির নাম শুভম মল্লিক । জানা যায় সেদিন ওই দু’জন স্বামী স্ত্রী সেজে প্রথমে দুপুরে ওই সোনার দোকানে ঢোকে এবং সোনার চেন দেখে। দোকানদারদের তারা বলে যে তাদের কিছু কাজ রয়েছে তারা আবার এসে সেই সোনার চেনটি কিনে নিয়ে যাবে। সেদিন বিকেলে ফের তারা ওই দোকানে যায় এবং সোনার চেন গলায় পরে দেখার বাহানায় একটি সোনার চেন নিয়ে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত শুভম মল্লিক ।
কিন্তু হাতেনাতে ধরা পড়ে প্রিয়াংকা । তারপরেই শুভমের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে শনিবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি থানার পুলিশ জানতে পারে ক্ষুদিরাম পল্লী এলাকায় সেই যুবক সোনার চেনটি বিক্রির উদ্দেশ্যে ঘোরাঘুরি করছে । তৎক্ষণাৎ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ও চুরি যাওয়া সোনার চেনটি উদ্ধার করে পুলিশ। ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ।