শিলিগুড়ি , ২০ এপ্রিল : নির্বাচন কমিশনের নির্দেশ মতে মাঝ পথে ‘টক টু মেয়র’ বন্ধ করে দিলেন মেয়র |
এবার ৭৬ তম টক টু মেয়র নির্বাচন বিধিনিষেধের মধ্যে পরে বন্ধ হল মাঝ পথে । নির্বাচন কমিশনের কাছে অনুমতির ভিত্তিতে চলছিল টক টু মেয়র অনুষ্ঠান । সেই মোতাবেক শনিবার অনেক ফোনের মধ্য দিয়ে মানুষের সমস্যার কথা শুনছিলেন মেয়র । মাঝ পথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার ফোনে ম্যাসেজ আসে টক টু মেয়র বন্ধ করতে ।
সেই মুহুর্তে তিনি টক টু মেয়র কর্মসূচি বন্ধ করে দেন । সাংবাদিকদের মেয়র জানান সব অনুমতি নিয়েই এই অনুষ্ঠান চলছিল | যেহেতু নির্বাচন চলছে এবং তার ঘেরা টোপের মধ্যে সব কাজ করতে হবে। তাই তাদের নিদের্শ মতে মাঝ পথে অনুষ্ঠান বন্ধ কর দিয়েছেন তিনি ।
এছাড়াও তিনি এও জানান , গতকাল ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাট্যার্জি যে ভাবে প্রচার পেতে দিনভর নির্বাচন কমিশনের বিধিনিষেধ উলঙ্ঘন করে বেআইনি কাজ করেছেন । তার বিরুদ্ধে কোন পদক্ষেপ কেন নেওয়া হল না সেই ব্যাপারে ও কমিশনের দ্বারস্থ হবেন তারা ।