September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : ফুলবাড়ি এলাকায় একাধিক বাড়িতে চুরি , তদন্তে পুলিশ

শিলিগুড়ি , ১৮ এপ্রিল : ফুলবাড়িতে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য । রীতিমতো ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে পালাল চোরের দল । ঘটনাটি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার কাঞ্চন বাড়িতে । চুরির ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে । শনিবার সকাল হতেই এলাকার এক এক বাড়ি থেকে চুরির খবর সামনে আসে ।
তাতে দেখা যায় এলাকার তিনটি বাড়িতে হানা দিয়েছিল চোরের দল । চুরি যায় টাকা-পয়সা ও জলের পাম্প সেট ও মোবাইল ফোন।


এদিন প্রথমেই চুরির ঘটনা সামনে আসে দেবী চরণ বর্মনের বাড়িতে । চুরি হয় নগদ টাকা ও মোবাইল ফোন । দ্বিতীয় চুরির ঘটনা ঘটে শান্তনু কর্মকারের বাড়িতে । চুরি যায় জলের পাম্প্সেট একটি নতুন সাইকেল ও লোহা তৈরীর মেশিনের প্লেট । আনুমানিক আট দশ হাজার টাকা জিনিস নিয়ে যায় চোরের দল ।
এরপর তৃতীয় চুরির ঘটনার খবর আসে এলাকার বাসিন্দা সহদেব রায়ের ভাড়া বাড়ি থেকে । সেখান থেকে চুরি যায় দুটি মোবাইল ফোন । তার বাড়িতে এলাকার কারখানায় কাজ করা শ্রমিকরা ভাড়া থাকতেন ।


নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে জানালে ঘটনাস্থলে আসে কর্মীরা । এই ঘটনায় পুলিশের পক্ষ থেকেও শুরু হয়েছে তদন্ত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *