Trafficking : মহিষ পাচার রুখল পুলিশ , গ্রেপ্তার তিন
শিলিগুড়ি , ১৯ মার্চ : ফের মহিষ পাচার রুখল পুলিশ । ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্র , ঘোষপুকুর ফাঁড়ি এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তিনটি কনটেনার থেকে ৯২টি মহিষ উদ্ধার করে । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে । মঙ্গলবার রাতে বিধাননগরের মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ একটি কনটেনার আটক করে তল্লাশি […]