শিলিগুড়ি , ১৯ মার্চ : ফের মহিষ পাচার রুখল পুলিশ । ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্র , ঘোষপুকুর ফাঁড়ি এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তিনটি কনটেনার থেকে ৯২টি মহিষ উদ্ধার করে । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে ।
মঙ্গলবার রাতে বিধাননগরের মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ একটি কনটেনার আটক করে তল্লাশি চালায় । উদ্ধার হয় ২৮ টি মহিষ।গ্রেপ্তার করা হয় গাড়ির চালক আমানুল হককে।
একইভাবে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘোষপুকুর এলাকায় ও ফাঁসিদেওয়া থানার পুলিশ গোয়ালটুলি মোড়ে দুটি কনটেনার আটক করে ৬৪ টি মহিষ উদ্ধার করে । মহিষ গুলির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় গাড়ির চালকদের । ধৃতরা হল মহম্মদ জাবেদ উত্তরপ্রদেশের বাসিন্দা এবং হাবিবুর রহমান , ডালখোলা এলাকার বাসিন্দা।
ধৃত তিনজনকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।