Snake : আমগাছের মগডালে ১৩ ফুটের কিং কোবরা !
নাগরাকাটা , ২৬ জুলাই : আমগাছের মগডালে ১৩ ফুটের কিং কোবরা , উদ্ধার করে জঙ্গলে ফেরাল দুই সর্পপ্রেমী | আম গাছের মগডালে গোল্লা পাকিয়েছিল এক বিশাল কিং কোবরা । সাপটিকে দেখা যায় ভুটান সীমান্ত লাগোয়া নাগরাকাটার চ্যাংমারি চা বাগানের আপার ডিভিশনের নেপালি লাইনে । চা বাগানের শ্রমিকরা গাছে সাপ দেখতে পেয়ে খবর দেয় বনদপ্তরের ডায়না […]