নাগরাকাটা , ২৬ জুলাই : আমগাছের মগডালে ১৩ ফুটের কিং কোবরা , উদ্ধার করে জঙ্গলে ফেরাল দুই সর্পপ্রেমী |
আম গাছের মগডালে গোল্লা পাকিয়েছিল এক বিশাল কিং কোবরা । সাপটিকে দেখা যায় ভুটান সীমান্ত লাগোয়া নাগরাকাটার চ্যাংমারি চা বাগানের আপার ডিভিশনের নেপালি লাইনে । চা বাগানের শ্রমিকরা গাছে সাপ দেখতে পেয়ে খবর দেয় বনদপ্তরের ডায়না রেঞ্জে ।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে কিং কোবরাটিকে উদ্ধার করতে তলব করা হয় সুলকাপাড়ার দুই সর্প প্রেমী তরুণ সমাবেশ বিশ্বাস ও ফরিদুল হককে । বেশ কিছুক্ষণের চেষ্টায় দুই সর্পপ্রেমী প্রাণের ঝুঁকি নিয়ে আমগাছের ২০ ফুট উপরের মগডালে পেচিয়ে থাকা ১৩ ফুট লম্বা বিষধর সাপটিকে উদ্ধার করতে সমর্থ হয় । সাপটিকে উদ্ধারের পর এদিন রাতেই ছেড়ে দেওয়া হয় জঙ্গলে।